একটা সময় আমাদের সপ্তাহের ৭ টা দিন এরকম ছিল অনেকটা --------
শনিবার- শুক্রবারের পরের দিন, সবাই স্কুলে আসবেনা , না গেলেও সমস্যা নাই. মাথা ব্যথা বলে চালায় দিবো স্কুলে।
রবিবার - স্কুলে রাজ্যের পরীক্ষা, পড়া, হোমওয়ার্ক। তার ওপর টিভিতে ভালো কোনো কার্টুন দেখাবেনা।
সোমবার- ফাইনালি টিভিতে কোনো কার্টুনের ইন্টারেস্টিং এপিসড দেখাবে। ইশশ!! কখন যে বাসায় যাবো।
মঙ্গলবার- যেই সব ছাত্র সপ্তাহে ২ দিন ক্লাসে আসতো তারা এই মঙ্গলবারে ধুপ করে গায়েব হয়ে যাইতো।
বুধবার - আনফরচুনেটলি এই দিন সবচেয়ে বোরিং লাগতো। স্যার রা চেগাইতো , আমরা চেগাইতাম , গরম পরতো,
বৃহস্পতিবার - হাফ ক্লাস !!!! খেলা, ঘুম, কার্টুন সব একসাথে
শুক্রবার - ঈদ !!!
আর এখন সপ্তাহে ৭ টা দিন এমন ------
শনিবার -- বাল
রবিবার-- বাল
সোমবার-- বাল
মঙ্গলবার-- বাল
বুধবার-- বাল
বৃহস্পতিবার -- বাল
শুক্রবার - হাফ টাইম নামাজ বাকি টাইম বাল