আইডিএম বা অন্য যে কোন ডাউনলোডার দিয়ে যখনি পিসিতে কোন ফাইল ডাউনলোড দিচ্ছি তখনি ফাইল সাইজের চেয়েও ডবল ব্যন্ডউইথ কেটে নিচ্ছে। কিন্তু ডাউনলোডিং না চললে বা পোজ করলে কোন ব্যন্ডউইথ চার্জ হচ্ছেনা। শুধুমাত্র ডাউনলোড চলাকালীন সময়েই এই সমস্যা হচ্ছে। যেমন: ১০০ এমবির একটা ফাইল ডাউনলোড কমপ্লিট হতে ২০০ এমবিরও অধিক ডাটা চার্জ হচ্ছে। খুবই বিপদে আছে। বিশেষজ্ঞরা হেল্পান প্লিজ।
↧