যে বা যারা খেলা শেষ এর আগেই পরাজয় মেনে নেয় তারা দুর্বল মনের, মানসিক ভারসাম্যহীন। এদেরকে কবি কাজী নজরুল পাঁজর ভাঙা বৃদ্ধ বলেছেন। এইসব লোক জীবন যুদ্ধে যুদ্ধ করার আগেই হেরে যায়। জীবনের প্রতি পদে পদে এরা শুধু পরাজয় এর ভয়েই কাটায়।এইসব লোক স্কুল এর গণিত শিক্ষক অপেক্ষা ভয়াবহ। এদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
↧
উপদেশ
↧