ঢাকা শহরের যেকোন ব্যস্ত একটা বাস স্টান্ডে ১ ঘন্টা দাড়িয়ে থাকুন দেখবেন আপনার কাছে ১০০ জনেরও বেশি জিজ্ঞাসা করবে "মতিঝিল কোন বাসটা যায়?" অথবা "গুলিস্তান যাওয়া যাবে কিভাবে?" কিংবা "মহাখালির বাস কোনটা??" "ভাড়া কত?", "কতদুর?" ইত্যাদি ইত্যাদি... ঢাকায় ২৫০ টার বেশি রুট আছে এবং প্রত্যেক রুটে একাধিক বাস চলাচল করে। এক রুটে কমপক্ষে ২টি করে বাস কোম্পানী ধরলে ৫০০ বাস কোম্পানী এসব রুটে চলছে।?
এখন এসব হাজার হাজার বাস যদি ১০টি করে স্টপেজ হয়ে যাতায়াত করে তাহলে এত হাজার স্টপেজ ভাড়াসহ কে মনে রাখতে পারে??
এজন্য এই সমস্যা সমাধানের জন্য একটা শক্তিশালী সার্চ ইন্জিন বানালাম।
ঢাকা শহরের যেকোন ২ স্থান নির্বাচন করে সার্চ দিলে এই ২ স্থানের মধ্যে চলে এমন সব যানবাহন দেখিয়ে দেবে ভাড়া, গুগল ম্যাপ, দুরত্ব এবং আরও তথ্যসহ।
ঢাকা শহরের শত শত রুট এন্ট্রি হয়ে গেছে এবং প্রতিদিন ১০+ রুট যোগ হচ্ছে। সারা দেশের সব রুট এবং পরিবহন তথ্য প্রতিদিন যোগ হচ্ছে।
pothdekhun.com
কোন পরামর্শ থাকলে শেয়ার করিয়েন
ধন্যবাদ