হলুদ শাড়ি পড়ব বন্ধু- এলো আহা ফাগুন
গাছে গাছে রঙ লেগেছে-মনে প্রেমের আগুন
খোঁপায় পড়ব বেলির মালা- হাতে গাঁদার চুড়ি
উড়ব সুখে নীল আকাশে-সূতা ছেঁড়া ঘুড়ি!
পায়ে নুপূর কপালে টিপ-ঠোঁটে রঙের ছোঁয়া
দেখলে তোমার আমায় এমন-মন যাবে গো খোঁয়া।
চোখের নিচে কাজল রেখা-টানা টানা চোখে
করব পাগল তোমায় আমি-ঝড় উঠাবো বুকে!
আলতা পায়ে মেঠো পথে -হাঁটব এঁকেবেঁকে
আঁচল দিয়ে ঘোমটা তুলে-মুখটি রাখব ঢেকে।
শিমুল তলায় যাবো বন্ধু-ফুল কুঁড়াবো ডালায়
ধরব ফাগুন রাখব মুঠোয়-না যেনো সে পালায়।
কৃষ্ণচূড়ার পাপড়িগুলো- নিবো আঁচল ভরে
ফাগুন হাওয়ায় ফুলের পাপড়ি-মাথায় যাবে ঝরে।
এই বলো না আসবে তুমি-ধরবে আমার হাতে
ফাগুন দিনের একটি বিকেল-থাকবে আমার সাথে?
একটি সকাল একটি দুপুর-একটি গোধুলিয়ায়
ফাগুন দিনের মিষ্টি হাওয়ায় - সুর উঠাবে হিয়ায়?
থাকলে পাশে রঙ বসন্তে-উঠবে প্রেমের জোয়ার
বন্দি করবো ভালবাসায়-তৈরী মনের খোঁয়ার!
তুমি আমি ভাসব দু'জন- এই বসন্তের হাওয়ায়
একটি ফাগুন প্রেমের বেলা-হবে পরম পাওয়ায়।
ঘুমিয়ো না উঠো বন্ধু-ফাগুন রঙে সাজি
মুগ্ধ হবে ফাগুন বেলায়-যাবে? আছো রাজি?
(কপিবাজরা নামটাও কইরো যে)