Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

একটি গোলাপের কান্না।

$
0
0

একটি গোলাপের কান্না।
                   লক্ষ্মণ ভাণ্ডারী

একটি গোলাপের বিনিময়ে বন্ধত্ব কিনেছিলাম।
সেদিন বুঝিনি বা বোঝার চেষ্টাও করি নি
যে গোলাপের গায়ে কাঁটা আছে।
ভালবাসার কাঁটা আজও আমার গলায় বিঁধে আছে।
গাঁয়ের মেয়ে কাজলকে আমি ভুলে গেছি।
আজ আমার একমাত্র সাথী__
সোফিয়া, জুলিয়েট মার্থা, বিউটি ক্যুইন
মিস এলিজা ইসাবেল।
......
কোন এক কুক্ষণে এসেছিল
অভিশপ্ত ভ্যালেন্টাইন ডে।
এই দিনে শুধুমাত্র শত সহস্র
তরুণ তরূণীরাই বিপন্ন হয় নি।
ভেঙে গেছে দেশ।
মৃত্যু হয়েছে ভালবাসার।
পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে গিয়ে
আজকের দেশ অনেক নীচে নেমে গেছে।
আজও ভালবাসার নদীতে ভেসে ওঠে
বুলেটবিদ্ধ তরুণ-তরুণীর মৃতদেহ।
রাতের অন্ধকারে এই ধরণীতে
বহু অপরিশ্রুত ভ্রূণের জন্ম দেয়
অল্পবয়সী প্রেমিক-প্রেমিকারা।
অন্ধকার চোরা গলি পথে
ঘোরাফেরা করে আঁধারের মুসাফির।
ভালবাসার শকুনের দল পবিত্র ভালবাসা
পান করে সবুজ পেয়ালায়।
ভালবাসার রঙিন চশমা পরলে
গোটা বিশ্বকে সবুজ দেখায়।
তবে কি সত্যিই
ভালবাসা মরে গেছে !!! ???

অথচ আজও কামনার রাঙা গোলাপ
হাতে নিয়ে অধীর আগ্রহে
অপেক্ষা করে তরুণ তরুণীর দল
অভিশপ্ত এই দিনটির জন্যে।
ভালবাসার কেনা বেচা শুরু হয়
একটি গোলাপের বিনিময়ে।
ওরা ভুলে যায়-
সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ।
গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী
সীতা আর অরুন্ধতী।
বীনা দাশ, কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদ্দার।
বৃটিশ সিংহের বিরুদ্ধে ওরা অগ্নিকন্যা
হয়ে জ্বলেছিল। কিন্ত আজকের দিনে
তরুণীরা বিউটি ক্যুইন সেজে
তরুণদের অবচেতন মনে
জাগায় কামনার ইন্ধন।
শুধু একটি গোলাপের বিনিময়ে।

............
দিন চলে যায়। রাত আসে... এখন অনেক রাত।
......রাতের আঁধারে একলা গোলাপ শুধু কাঁদে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>