২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপরই কুমিল্লা বিভাগ করার বিষয়টি উঠে আসে। ওই বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের চার জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন পায়। দেশের নবম বিভাগ হিসেবে ময়নামতি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তও নিকারের অনুমোদন পেতে হবে। কোন কোন জেলা আর কত আয়তন নিয়ে নতুন এই বিভাগ হবে, তা চূড়ান্ত হবে তখনই। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি বিভাগ’ হবে বলে জানা যায়। বিভাগের অন্তর্গত অন্য কোন জেলার বাসিন্দারা যাতে নিজেদের বঞ্চিত না ভাবেন, সেজন্য ভবিষ্যতে জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় ময়নামতি নামটি চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। ২০১৫ সালের ২৫ মে কুমিল্লা টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় দেশের ৯ম বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করছে ময়নামতি।
↧