ভুমিকা: আমি রসিকতা প্রিয় মানুষ। দিনের অনেকটা সময় কাটে রোগীদের নিয়ে। কিন্তু রোগীর সাথে রসিকতা খুবই স্পর্শকাতর বিষয়। বিশেষকরে বাংলাদেশে, যেখানে বেশির ভাগ সময়ই ডাক্তার রোগীর সম্পর্ক রেষারেষি পূর্ণ। তবু কখনো কখনো কিছু হাস্যরসের অবতারনা ঘটে, যা ঠিক ওই মূহুর্তের অবস্থার পরিপ্রেক্ষিতে। পাঠক বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সিরিয়াস টাইপ পাঠক, টপিকটি না পড়াই ভাল হবে।
রোগীর হিস্ট্রি নিচ্ছি, এর মাঝেই সে বলতে শুরু করল, স্যার আমি খুব গরিব (অবশ্য দেখে বোঝা যাচ্ছে লোকটা একেবারে হতদরিদ্র নয়)। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। আর সহ্য হলোনা। বললাম,
: কেন? আপনার খালাতো ভাই বড়টা বলল আপনার নাকি অনেক টাকা।
: কি মইজুদ্দিন এই কথা বলছে? (আন্দাজে ঢিল লেগে গেছে, এক্ষনে জানা গেল মইজুদ্দিন নামে তার কোন খালাতো ভাই আছে)
: হ্যা, বলছে তো।
: বুঝলেন স্যার, ও স্যার সারাক্ষন মিছা কথা বলে, আমার ভাল ওরা দেখতে পারে না…… ……… … ………… … ………… …… …. ……….. …………… ……………… ………….. ………….. …….
বেশিরভাগ রোগী মনে করে সব ডাক্তারেরই অনেক টাকা, আর ডাক্তার বসেই আছে রোগীর টাকা লুটে নেয়ার জন্য।