বাংলা শব্দের মাঝে লুকানো আছে হাজারো মজার জিনিস। সেই সব মজার মজার উপকরন থেকে আমি অল্প কিছু ধারাবাহিক ভাবে শেয়ার করার ইচ্ছে রাখছি।
এই সিরিজে আমি কোন একটি পরিচিত বাংলা শব্দ নিব। সেই শব্দটির সমার্থকশব্দ বা প্রতিশব্দের একটা তালিকা দেয়ার চেষ্টা করবো। সাথে থাকবে সেই শব্দটির আগে বা পরে অন্য অক্ষর বা শব্দ যোগ হলে কিভাবে মূল শব্দের অর্থ পরিবর্তণ হয় বা কিছুটা ভিন্ন রুপে উপস্থিত হয় তার উদাহরণ। তাহলে শুরু করা যাক-
অগ্নি
আজকের শব্দ – “অগ্নি”। “অগ্নি” অর্থ আগুন আমরা সবাই জানি। কিন্তু এই আগুন ছাড়াও “অগ্নি”র আরো অনেকগুলি প্রতিশব্দ বা সমার্থক শব্দ রয়েছে। নিচে তাদের একটা তালিকা দিচ্ছে, মিলিয়ে দেখুন আপনার কয়টি জানা ছিল আগে। কোনটা একটাধিকবার লেখা হলে নিজগুণে সেটা বাদ দিয়ে নিবেন।
অগ্নি, আগুন, অনল, বহ্নি, তেজ, শক্তি, পাবক, হুতাশন, দেবতা, জাতদেব, জাতদেবস, পবনবাহন, বৈশ্বানর, আগি, আগ, আতশ, বীতিহোত্র, ধনঞ্জয়, কপীটযোনি, জ্বলন, তনূনপাৎ, বহিঃ, শুষ্মন, বহিঃশুষ্মন, কৃষ্ণবর্ত্মা, উষর্বুধ, বৃহদ্ভানু, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, রোহিতাশ্ব, হিরণ্যরেতাঃ, হুতভুক, হব্যভুক, হব্যবাহন, সপ্তার্চিস, দমুনস, চিত্রভানু, শুচি, বৃষাকপি, পিঙ্গল, বিশ্বপা, ছাগবাহন, শুষ্ম, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, কৃষ্ণগতি, কৃষ্ণার্চি, জনধা, আশ্রয়াশ, সর্বশুদ্ধি, পুরজ্যোতিঃ, অসিতার্চি, ধূমকেতন, ধূমধ্বজ, শোচিষ্কেশ, জলোদ্ভব, ঘৃতকেশ, র্ঘতার্চিঃ, তেজোনিধি, সপ্তাংশু, সপ্তজিহ্ব, আশুশুক্ষণি, ঈষির, স্বর্ণদীধিতি, হবির্ভুক, হবিরশন, হব্যাশ, হব্যাশন, মতোনুদ, সুশিখ, হুতবহ, সর্বভুক, সর্বশুচি, ঘৃতান্ন, দক্ষকন্যা।
এবার দেখা যাক অগ্নি সমৃদ্ধ শব্দ ভান্ডারে কি কি আছে।
১। অগ্নি = আগুন।
২। অগ্নিকণা = আগুনের ফুলকি।
৩। অগ্নিকর্তা = যিনি হিন্দুদের অন্তোষ্টিক্রিয়ায় মুখে আগুন দেন।
৪। অগ্নিস্ফুলিঙ্গ = আগুনের ফুলকি।
৫। অগ্নিকল্প = আগুনের মত।
৬। অগ্নিকাষ্ঠ = যে কাঠের ঘর্ষণে আগুন জ্**োনো হয়।
৭। অগ্নিকান্ড = আগুনের ব্যপক ধ্বংসলীলা, তুমুল ঝগড়া-ঝাটি।
৮। অগ্নিকুন্ড = আগুন জ্**াবার পাত্র বা গর্ত।
৯। অগ্নিকোণ = পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যর্বতী কোণ বা পূর্ব-দক্ষিণ কোন।
১০। অগ্নিক্রীয়া = আতস-বাজি, আগুনের খেলা।
১১। অগ্নিগর্ভ = ভিতরে আগুন আছে এমন।
১২। অগ্নিগিরি = আগুনের পর্বত।
১৩। অগ্নিপরীক্ষা = অতি কঠিন পরীক্ষা, হিন্দু মতে আগুন দ্বারা শুদ্ধাশুদ্ধ নির্নয়।
১৪। অগ্নিপুরুষ = আগুনের মত তেজস্বী ব্যক্তি।
১৫। অগ্নিবাণ = আগুন বর্ষণকারী তীর, চরম আঘাত।
১৬। অগ্নিমন্ত্র = যে মন্ত্রে আগুনের মত তেজ বিধ্যমান, কঠিন সংকল্প।
১৭। অগ্নিমান্দ্য = পরিপাক শক্তি হ্রাস, অজীর্ণ রোগ।
১৮। অগ্নিমূর্তি = অতিশয় ক্রোধান্বিত।
১৯। অগ্নিশর্মা = অতিশয় ক্রোধান্বিত।
২০। অগ্নিঅবতার = অতিশয় ক্রোধান্বিত।
২১। অগ্নিমূল্য = দুর্মূল্য, মহার্ঘ।
২২। অগ্নিযুগ = বিল্পব যুগ।
২৩। অগ্নিসংস্কার = হিন্দুদের অন্তোষ্টিক্রিয়া বা শবদাহ।
২৪। অগ্নিসৎকার = হিন্দুদের অন্তোষ্টিক্রিয়া বা শবদাহ।
২৫। অগ্নিহোত্রী = প্রতিদিন হোম করে, সাগ্নিক ব্রাক্ষ্মণ।
২৬। অগ্নিতপ্ত = আগুনের মত গরম।
২৭। অগ্নিদান = আগুন দেয়া, শবের মুখে আগুন দেয়া।
২৮। অগ্নিদাতা = আগুন দানকারী, যিনি শবের মুখে আগুন দেন।
২৯। অগ্নিদাহ্য = আগুনে পোড়ে এমন।
৩০। অগ্নিদীপ্ত = আগুন দ্বারা উজ্জ্বল, আলোকিত।
৩১। অগ্নিদেব = আগুনের দেবতা।
৩২। অগ্নিপক্ক = আগুনের তাপে রান্না হয়েছে এমন।
৩৩। অগ্নিপ্রভ = আগুণের মত দীপ্তি সম্পন্ন।
৩৪। অগ্নিবর্ণ = আগুনের মত রক্তবর্ণ।
৩৫। অগ্নিবর্ধক = ক্ষুধা বাড়ায় এমন।
৩৬। অগ্নিবৃষ্টি = উপর থেকে আগুন বর্ষণ।
৩৭। অগ্নিশুদ্ধ = আগুনে পুড়িয়ে শুদ্ধিলাভ, কঠিন প্রায়শ্চিত্তের দ্বারা পবিত্র করা।
৩৮। অগ্নিচূর্ণ = বারুদ।
৩৯। অগ্নিজনক = আগুন সৃষ্টিকারক।
৪০। অগ্নিতাপ = আগুনের হলকা।
৪১। অগ্নিদগ্ধ = আগুনে পোড়া।
৪২। অগ্নিপ্রস্থর = চকমকি পাথর।
৪৩। অগ্নিশিখা = আগুনের শিখা।
৪৪। অগ্নিসখা = বায়ু।
৪৫। অগ্নিবাশ = পূরাণোক্ত আগ্নেয়াস্ত্র।
৪৬। অগ্নিসেবন = আগুনের পাশে থেকে তাপ বা আগুন পোহানো
৪৭। অগ্নিবীণা = কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ।
৪৮। অগ্নিকেতু = ধোঁয়া।
৪৯। অগ্নিসহ = যা আগুনে পোড়ে না।
আমার অল্পজ্ঞান, টাইপিং ভুল ও সকলপ্রকার অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
গ্রন্থসূত্র :
সংক্ষিপ্ত বাংলা অভিধান – বাংলা একাডেমী
ভারতী বাংলা অভিধান
সংসদ বাংলা অভিধান – শৈলেন্দ্র বিশ্বাস
সংসদ সমার্থশব্দাকোষ – অশোক মুখোপাধ্যায়
শব্দবোধ অভিধান – আশুতোষ দেব
নূতন বাঙ্গালা অভিধান {চরিতাবলী} – আশুতোষ দেব
আদর্শ বাঙ্গালা অভিধান – সুবলচন্দ্র মিত্র
ব্যবহারিক শব্দকোষ – কাজী আবদুল ওদুদ
চলনতিকা – রাজশেখর বসু
আধুনিকী – ঋষি দাস