মাঝে মাঝে খুব মনে চায় স্ক্রিন এর অপর প্রান্তের মানুষটার হাত টা ,নিজের হাতে নিয়ে বলি "দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে "। মাঝে মাঝে মাঝে মনে চায় তাকে বুকে জড়িয়ে ধরে কাদি।
কেউ কাঁদে পরাজিত হয়ে কেউবা কাঁদে পরাজিতের পরাজয়ের কাহিনী শুনে।
কেউ নির্ঘুম রাট কাটায় ব্যার্থতার প্রহর গুনতে গুনতে আর কেউবা নির্ঘুম রাট কাটায় অপর প্রান্তের মানুষটার চোখের জল সইতে না পারে। যদি মেসেঞ্জার, হোয়াটস এপ এর ইমোগুলি দ্বারা , মানুষের বাস্তব অনুভূতিগুলো প্রকাশ করা যেত তবে কতই না ভালো হতো।
কয়েকটা শব্দ লিখে যদি কারো মন ভালো করা যেতো , কয়েকটা শব্দ দ্বারা যদি এই মনের আবেগগুলো প্রকাশ করা যেতো তাহলে হয়তো আমরা সারাটাজীবন শুধুই লেখেই যেতাম................
একদিন সময় আসবেই যেইদিন শুধু বিজয়ের সুবাস বইবে
বালক, "সকলের" দু'আ প্রার্থী।