প্রথমেই ধরে নেই সার্ভারে যথেষ্ট রিসোর্স বরাদ্দ করা আছে আর এসএসডি ড্রাইভ সহ বেস্ট পার্ফরমেন্স হার্ডওয়ার দেওয়া আছে। এখন আসল কথায় আসি। টুকটাক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সুবাদে জানি ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাইজড করার মূল উপায়গুলো হল Caching প্লাগিন/+CDN ইউজ করা, আনঅপ্টিমাইজড/অপ্রয়োজনীয় প্লাগিন ইউজ না করা, সিএসএস/জাভাস্ক্রিপ্ট ফাইল মিনিফাই করা, Gzip কম্প্রেসন ইউজ করা, ইমেজ অপ্টিমাইজ করা, ডাটাবেজ অপ্টিমাইজ করা ইত্যাদী। আর ভিপিএস হলে এগুলোর সাথে সার্ভারের কিপ এলাইভ, ডিএনএস লুকআপ সহ কিছু টুকটাক কনফিগ ঠিক করা। এর বাইরে কি আর কিছু করা সম্ভব?
প্রশ্নটা করলাম এজন্যে যে একটি মোটামুটি পপুলার হোস্টিংয়ের সাইটে নিম্নোক্ত কথাটি লেখা আছে
উপরে যে উপায়গুলো উল্লেখ করলাম এছাড়া আর কি করা সম্ভব? হোস্টিং কোম্পানি মনে হয়না নিজেরা এগুলো করে দেওয়ার জন্য বসে আছে(নাকি আসলেই আছে?!)! ফোরামে অনেক হোস্টিং গুরু আছেন, তাদের বিজনেস সিক্রেট জানাতে যদি কোন আপত্তি না থাকে তাহলে দয়া করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে