Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

হৃদয় মাঝে বাংলা ভাষা.......

$
0
0

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/v/t1.0-9/16831197_1531469523547458_5820232739553211122_n.jpg?oh=33901e4a96de4d8561d59a802b3e4524&oe=5945D15F
©কাজী ফাতেমা ছবি

ফাগুন দিনের ভালবাসা-মায়ের ভাষা মুখের বুলি
ভাষার জন্য রক্ত দিলো-তাদের আমরা কেমনে ভুলি
ফেব্রুয়ারীর একুশ তারিখ-মিছিল ছিলো পথে পথে
বীর সাহসী ভাই'রা আমার-হটল নাকো সম্মুখ হতে।

টুসটাস শব্দে ছুঁড়ল গুলি -পাক সেনা'রা অবিরত
ঝরল রক্ত- গেলো জীবন- তবু তারা হয়নি নত।
মুখের ভাষা কেড়ে নিতে-পাকিস্তানের চেষ্টা হাজার
ভেঙে চুঁড়ে সব গুঁড়িয়ে-বাংলা রইল হৃদয় মাঝার।

আহা ভাষা মাতৃভাষা-বাংলা ভাষা মুখের ভাষা
যে ভাষাতে কথা বলি-ধনী গরিব কামার চাষা।
জারি সারি ভাটিয়ালী- বাংলায় গাই'রে ইচ্ছে মতন
যে ভাষাটি বুকের ভিতর-রেখেছি হায় করে যতন।

ফাগুন হাওয়ায় ওড়ছে আজো-অ আ ক খ বর্ণমালা
বাংলায় গেয়ে বাংলায় বলে-দুঃখ ব্যথা মিটাই জ্**া।
সেদিনো যে ফুটেছিলো- পলাশ শিমুল কৃষ্ণচূড়া
রক্ত রাঙা বাংলা ভাষা-সম্মানিত বিশ্বজোড়া!

পলাশ শিমুল একটি ভোরে-বাংলা ভাষা গেলো জিতে
শোকের দিবস সুখের দিবস-হাসি- বুকে কালো ফিতে!
রফিক সালাম বরকত জব্বার-সালাম জানাই শ্রদ্ধাভরে
তোমরা মরে দিয়ে গেলে-বাংলাভাষা মোদের ঘরে!

ভুলি না কভু ভুলব না - রক্ত গাঁথা ফেব্রুয়ারী
বাংলা বলে বাংলা শুনে-দেই যেনো গো জীবন পাড়ি।
ভালবাসি বাংলা ভাষা- হৃদয় মাঝে বাংলা আমার
দেশটি জুড়ে মুখে মুখে-বাংলা ভাষার মুগ্ধ খামার।

(ছবি এঁকেছেন টুক্কুস)


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles