শেষ উইকেটে স্টার্ক আর হ্যাজলউড মিলে যোগ করেছেন ৫১ রান।
অস্টেলিয়া দিন শেষ করেছে ৯ উইকেটে ২৫৬ রান নিয়ে।
এর আগে ব্যাট করতে নেমে ৮২ রানের প্রথম উইকেট জুটি গড়েন অস্টেলিয়ার দুই ওপেনার ম্যাট রেনশ এ ডেভিড ওয়ার্নার।ওয়ার্নারের আউটে ভাঙ্গ এই জুটি।এক পর্যায়ে অস্টেলিয়ার রান ছিল ৫ উইকেটে ১৯০ সেখান থেকে উমেশ যাদবের জোড়া আঘাতে অস্টেলিয়া ২০৫ রানেই ৯ উইকেট হারায়।
অস্টেলিয়ার ম্যাট রেনশ ৬৮ এ মিচেল স্টার্ক ৫৭* রান করেন।ভারতের পেসার উমেশ যাদব ৪ টি,অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ২ টি উইকেট লাভ করেন।অন্য উইকেটটি জায়ন্ত যাদবের।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন অস্টলিয়া অধিনায়ক স্মিথ।