আপনারা কি এটা জানেন যে কোন চার অঙ্কের সংখ্যাকে,বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে আবার ছোট থেকে বড়র দিকে সাজিয়ে বিয়োগ করতে থাকলে একসময় বিয়োগফল 6174 হবে।তবে একসংখ্যা বারবার বা প্রথম একবার বা দুইবার বিয়োগে তিন অঙ্কের সংখ্যা আসলে হবে না।যেমন 9999,9998 ইত্যাদি সংখ্যা দিয়ে হবে না।আবার দুই অঙ্কের সংখ্যাকে এরকম করলে তার ফল 9 আসবে।তিন অঙ্কের সংখ্যার ফল আসবে 495.বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন।
যদি ভালো লাগে তাহলে [http://sabbirselim.WordPress.com] এই সাইটে ঘুরে আসবেন।এখানে আরো অন্যন্য বিষয় জানতে পারবেন।