ক্রিকেট প্রিয় সকলেই এখন ক্রিকেটের গেম খেলতে চান।কিন্তু কোন গেম খেলবেন কোনটি ভালো।কোনটিতে মজা পাওয়া যাবে।তা নিয়ে সকলেই দ্বিধায় থাকেন অনেকেই গেমের জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেন।কিন্তু কোনটি ভালো গেম তা সকলেই পান না।সেজন্যই আমার এই লেখা।আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের সেরা ক্রিকেট গেম ।যে গেম খেলে আপনি মজা পাবেন বলে আমার বিশ্বাস।তবে গেমটিতে কিছু ভেজাল আছে।কিছু আনলক করা থাকে।অন্যগুলো খেলে বা পয়েন্ট কিনে আনলক করতে হয়।গেম নামানোর পর এগুলো বুজতে পারবেন না পারলে নিয়মিত ভিজিট করতে থাকবেন।সামনে এ নিয়ে আলোচনা করা হবে।প্রথমে গেমটি নামানোর পর sing in করে নিবেন।আর srng in করতে জিমেইল লাগবে।sing in করলে আপনার গেম হারাবে না।আর এখন সেই গেমটির নাম বলছি গেমটি হলো wcc2.প্লে স্টোরে সার্চ দিলে প্রথমেই পাবেন।
কিছু নাবুঝলে [।[http://srcricketnews.Wordpress.com] সাইটে গিয়ে বা এখানে কমেন্ট করতে পারেন।
তাড়াতাড়ি পয়েন্ট বাড়ানোর পদ্ধতি অন্য সকল বিষয় নিয়ে এখানে ও উপরেউল্লেখিত সাইটে আলোচনা করা হবে।
গেম ও ক্রিকেট নিউজ জানতে http://srcricketnews.wordpress.com সাইট ভিজিট করতে পারেন।