Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বেসরকারী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

$
0
0

অবশেষে বেসরকারী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সি’র দেড়শ’ হজ কোটায় গত তিন দিনে ১ লাখ ৬৭ হাজার ৮শ’ ৫৩ জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে গত বছরের প্রাক-নিবন্ধিত ৩৭ হাজার ৪শ’ ৯৪ জনসহ চলতি বছর ১ লাখ ১৭ হাজার ১শ’ ৫৮ জন হজযাত্রী (গাইডসহ) হজ পালন করতে পারবেন। বাকি ৫০ হাজার ৬শ’ ৫৫ জন নিবন্ধিত অপেক্ষমাণ হজযাত্রী আগামী বছর (২০১৮) অগ্রাধিকার ভিত্তিতে হজ পালনের সুযোগ পাচ্ছে। এক হাজার ৭৪টি বৈধ হজ এজেন্সি ২৫টি বাণিজ্যিক ব্যাংকের ৩ হাজার ২শ’ ৯টি শাখায় ৫ হাজার ৬শ’ ২৭টি ইউজারের মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন হয়েছে। ২০১৭ সনের জন্য ১৯ শে ফেব্রুয়ারি হতে প্রাক নিবন্ধিত কেউ হজে গমন না করতে চাইলে তিনি ২০১৭ সনের হজ সম্পন্ন হওয়ার পর টাকা রিফান্ড করতে পারবেন। তবে পরবর্তী বছরের জন্য তিনি বেরসরকারি ভাবে প্রাক নিবন্ধিত হতে পারবেন না। ইতোপূর্বে প্রাক-নিবন্ধিত কেউ গাইড হিসাবে সরাসরি HMIS এপিআইডি নিয়ে থাকলে তাদের প্রাক-নিবন্ধন বাতিল বিদ্যমান রিফান্ড পদ্ধতিতেই হবে। ২০১৭ সনে যারা চুক্তিভুক্ত হয়নি তারা শুধুমাত্র রিফান্ড ও স্থানান্তর অনলাইন আবেদন করতে পারবে।  কোন হজ এজেন্সী যদি নিয়মের বাহিরে কোন রকম কার্যক্রম করে বা ডাটা এন্ট্রি /ভাউচার/ টাকা পরিশোধের ক্ষেত্রে জাতীয় হজ ও ওমরাহ নীতির বাহিরে অস্বাভাবিক এবং অনিয়ম সংঘটন করে, তবে তার বিরুদ্ধে সরকারীভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল হজযাত্রীই আল্লাহর মেহমান।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>