Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

দ্বিতীয় দিন শেষে অস্টেলিয়ার লিড ২৯৮ রানের

পুনে টেস্টের দ্বিতীয় দিনটি  পুরোপুরি নিজেদের করে নিয়েছে অস্টেলিয়া।দিনের শুরুতে প্রথম ওভারেই অশ্বিনের বলে স্টার্ক আর চার রান যোগ করে ফিরে গেলে ২৬০ রানে অলআউট হয় অস্টেলিয়া।

তারপর ভারত স্টিভ ও কিফের ঘূর্নইতে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় অস্টেলিয়ার ও কেফির ৬ উইকেট লাভে।

দিন শেষে অস্টেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান করেছে।স্মিথ ৫৯ ও মিচেল মার্শ ২১ রানে অপরাজিত রয়েছেন।অস্টেলিয়ার দ্বিতীয় ইনিংসে অশ্বিন চারটি ও জয়ন্ত যাদব একটি উইকেটে লাভ করেন।

আরও অনেক কিছুসহ জানতে ও ক্রিকেট বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন http://srcicketnews.wordpress.com


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>