পুনে টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে অস্টেলিয়া।দিনের শুরুতে প্রথম ওভারেই অশ্বিনের বলে স্টার্ক আর চার রান যোগ করে ফিরে গেলে ২৬০ রানে অলআউট হয় অস্টেলিয়া।
তারপর ভারত স্টিভ ও কিফের ঘূর্নইতে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় অস্টেলিয়ার ও কেফির ৬ উইকেট লাভে।
দিন শেষে অস্টেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান করেছে।স্মিথ ৫৯ ও মিচেল মার্শ ২১ রানে অপরাজিত রয়েছেন।অস্টেলিয়ার দ্বিতীয় ইনিংসে অশ্বিন চারটি ও জয়ন্ত যাদব একটি উইকেটে লাভ করেন।
আরও অনেক কিছুসহ জানতে ও ক্রিকেট বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন http://srcicketnews.wordpress.com