[৫]
আমার খাজা পরশমণি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমার খাজা পরশমণি (২)
চিশতে শাহী নূরে আযম
জাল্লা জালাল জাত নূরানী- ।।
পাঁচশ সাঁইত্রিশ হিজরী সালে
খোদার হল মেহেরবাণী
দুর করিতে ভবের আঁধার
এলেন খাজা এ ধরণ- ।।
সনজর গ্রামে জন্ম তাঁহার
চিশত নগর দেশ ইরানী
চিশতিয়া তরিকার ইমাম
মঈন উদ্দিন আল-হাসানী- ।।
হযরত খাজা গিয়াস উদ্দিন
যার ঔরসে এলেন তিনি
উম্মুল ওয়ারা মা জননী
পীর খাজা উছমান হারুনী- ।।
অন্ধকারে ছিল ভারত
না ছিল দ্বীন রওশনী
তাঁর পরশে ভারতবর্ষে
জারী হল মুসলমানী- ।।
রহমতের ভাণ্ডারী খাজা
গরীবে নেওয়াজ নামখানি
তাঁর নামের গুণে ত্রিভুবনে
উদ্ধার হয় জ্বীন ইনসানী- ।।
গান বাজনা এশকেরই তুফান
খাজা প্রেমের নিশানী
গান কীর্ত্তন, জ্ঞান উপার্জন
বলছেন খাজা গুণমণি- ।।
দয়াল খাজা রাজ্যের রাজা
চিশতির কিস্তি তরাণী
কাঁন্দে ফরিদ অকূলেতে
কর খাজা মেহেরবানি- ।।
তাং ১৭/৭/৮২ইং
মণিপুর মীরপুর ঢাকা।