আমি গত ৪ মাস ধরে মারিজুয়ানায় মারাত্মক ভাবে আসক্ত। আগে একটু আকটু নিতাম,কিন্তু গত কয়েক মাস নিয়মিত সেবন করছি। এখন আমি নিজেই সিরিয়াল হয়ে গেছি এটা ছেড়ে দিতে,কয়েক দিন চেষ্টা করেছি না সেবন করতে। কিন্তু ওই কয়েকদিন আমার রাতে ঘুম হয় নাই। এখন এমন অবস্থা হয়েছে আমি রাতে ডিপ স্লিপ হওয়ার জন্য হলেও এটা নিতে হয়। আর আমি এটা নেই বং এ করে (কাচের টিউপ জাতীয় জয়েন্ট)।অনেকেই বলে মারিজুয়ানা ভাল এটা কোন ক্ষতি করে না এই কথা কত কত টুকু সত্য? আর কিভাবে এটা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো?
↧
হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?
↧