Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ছড়া

$
0
0

ফড়িং
.... মুহম্মদ কবীর সরকার
এই ফড়িঙ, দুষ্টু ফড়িঙ,
একটু তুমি দাড়াও,
কেন কর তিরিং বিড়িং
শুধুই ছুটে বেড়াও।
তোমার সনে করব ভাব
ধরব তোমার লেজ,
খাওয়াবো মোর গাছের ডাব
দেব সূতোর প্যাঁচ।
রোজ সকালে তোমায় সখী
গঙ্গায় করাবো স্লান
রঙধনুর রঙ মেখে গাইবো
ঘুম পারানির গান।
আমার টিয়ে মিঠুর সনে
দিবো তোমায় বিয়ে
কত্তো মজা হবে সেদিন
শুধুই তোমায় নিয়ে।
গলায় দিবো ফুলের মালা
মাথায় দিবো ফুল,
সারাদিন যে করবো খেলা
নিয়ে পুতুল পুতুল।
পায়ে দিবো সোনার নূপুর
কানে দিবো রিং
গান গাইবো সকাল দুপুর
নাচবো গো ঠিং ঠিং
এই ফড়িঙ, দুষ্টুফড়িঙ,
ধরছি তোমার পায়ে,
কেন করছ তা তা ডিং ডিং
বস না আমার গায়ে ।।
রচনাকাল :20/2/15
বাড়াই, কসবা, বি-বাড়ীয়া।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles