Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্মিত হচ্ছে স্বয়ংক্রিয় গম্বুজের মসজিদ

$
0
0

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্মিত হচ্ছে বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গম্বুজের মসজিদ। ময়মনসিংহ নগরীর চরখরিচা গ্রামে এই মসজিদটি নির্মিত হচ্ছে। দুই’শ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য মনোরম, দৃষ্টিনন্দন এ মসজিদের নাম রাখা হয়েছে মদিনা মসজিদ। মসজিদের ৬০ শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পর গত শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে এ মসজিদটি। বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গম্বুজের এ মসজিদ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সুইচ অন করলেই সরে যাবে এর গম্বুজ। তখন মসজিদের ভেতর থেকে দেখা যাবে আকাশ। সৌন্দর্য ও নান্দনিকতার দিক থেকে মসজিদটি ইতিহাসের পাতায় স্থান পাবে। ২০১১ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। চার তলা বিশিষ্ট মসজিদের ভেতরে কাতার হবে ১৯টি। প্রতি কাতারে ১১০ জন করে ২ হাজার ৯০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদে রয়েছে পাঁচটি গম্বুজ। এর মধ্যে চারটি স্থির এবং একটি বৈদ্যুতিক গম্বুজ। উঁচু মিনার রয়েছে দু’টি। এ মিনারের উচ্চতা চার তলা ভবনের উপর থেকে ১৬০ ফুট। মসজিদের কারুকাজে ব্যবহূত হয়েছে মারবেল পাথর আর কাঠ। কাঠগুলো আনা হয়েছে মিয়ানমার থেকে। ছয় দরজা বিশিষ্ট এ মসজিদে মুসল্লিদের উঠা-নামার জন্য একটি চলন্ত সিঁড়িসহ মোট পাঁচটি সিঁড়ি স্থাপন করা হয়েছে। আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এ মসজিদটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং মসজিদটি একটি নিদর্শন হয়ে থাকবে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>