Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভালবাসার কাব্য...৩

$
0
0

https://lh3.googleusercontent.com/-N1yIIJ073YU/WJxAMO03q_I/AAAAAAABJBk/WX-Ae99B6mcUput8QDrpA7c_24ubHmnswCJoC/w546-h347-rw/09292a-496.gif


ফাগুন আসছে-বলে যাচ্ছে-ঝিরিঝিরি হাওয়ায়
উড়ে যাচ্ছে ক্লান্তিগুলো-বসলে দখিন দাওয়ায়
ঝরা পাতার প্রহর এলো-চলো আসি ঘুরে
ছায়াঘেরা সারিসারি-গাছের ছায়ায় দূরে
সবুজ হলুদ পাতার বিছনায়-বসব বিকেল বেলায়
মিষ্টি হাওয়ায় পাশাপাশি-ভাসব সুখের ভেলায়।
গাছের গোঁড়ায় হেলান দিয়ে-পা ছড়িয়ে বসে
আলাপ করবো যা ইচ্ছে তাই-দু'জন রঙ্গে রসে।
চুলে তোমার হাওয়া লেগে-উড়বে এলোমেলো
মুগ্ধ হবো ফাগুন বেলায়-খাসা সময়গুলো।
ক্লান্তি এলে মনের ভিতর-পাতার বিছনায় শুবো
চক্ষু মোদে আরাম করে-চুপটি করে র'বো।
তুমি গাইবে সুরে সুরে-শুনবো কর্ণ পেতে
তোমার জন্য মনে রাখি-প্রেমের আসন পেতে।
উপর থেকে অবিরত- ঝরবে ঝরঝর পাতা
খুলব মনে চুপিচুপি-মনের কাব্যের খাতা।
লিখব ছন্দে তোমায় নিয়ে-ভালবাসার কথা
বাঁধব বন্ধন শক্ত প্রেমে-ছিঁড়বে না প্রেম সূতা।
-
বকবকিয়ে যাচ্ছি শুধু-যাবে কি-না বলো
গেলে বাপু পিছন পিছন-এবেলাতে চলো।
ধরবে নাকি হাতটি আমার-শক্ত করে মুঠায়
শিহরণের ক্ষণে দেখবে-প্রেমের ফুলই ফুটায়।
তুমি বাপু ক্ষেতই রইলে-মুখটা বোঁচা পেঁচা
ইচ্ছে লাগে শিল দিয়ে দি-শক্ত একটা ছেঁচা।
পানসে মুখে কেমনে বাপু-থাকো দিবারাতি
বাঁকামুখো ছেলে তুমি-কেমনে হলে সাথী।
থাকো থাকো ঘরে বসে-আমি বাপু চললুম
একলা একা যেদিক ইচ্ছে-সে পথটিই ধললুম।

(নেট কালেকটেড ছবি)


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>