অসাধ্যকে সাধন করছে মানুষ। এক সময় যা ছিল কল্পনীয় এখন তা হাতের মুঠোয়।আগামীতে কেউ ছুটি কাটাতে চাঁদে যাওয়ার কথাও ভাবতে পারেন। বিজ্ঞানীরা এবার এমন একটি মহাকাশযানের নকশা চূড়ান্ত করেছেন যা দুই দিনেই চাঁদে পৌছাতে সক্ষম। সাইক্লার নামের এই আকাশযানে একসঙ্গে ১২ যাত্রী ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া থাকছে প্রয়োজনীয় মালপত্র পরিবহনের সুবিধাও। গবেষকরা বলছেন, বর্তমানে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই 'সাইক্লার' তৈরি করা হবে। এ প্রযুক্তির নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। কানাডার মন্ট্রিয়লভিত্তিক গবেষণা সংস্থা 'ইমাজিনঅ্যাকটিভে'র চার্লস বোমবারডিয়ার প্রথম এ আকাশযানের কথা চিন্তা করেন। এর মধ্য দিয়ে মহাকাশ পর্যটন শিল্পের যাত্রা শুরু হতে পারে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তি ও যন্ত্রাংশের সমন্বয়ে এ আকাশযান তৈরি হবে। এর প্রধান অংশটি নির্মিত হবে বিগেলো এরোস্পেস ইনফ্লেটেবল বিথ্রিথ্রিজিরো মডিউলে, যার সঙ্গে যুক্ত থাকবে তিনটি পৃথক বগি। প্রতিটি বগিতে চারজন চড়তে পারবেন। এতে মোট যাত্রী হবে ১২ জন। প্রত্যেক বগিতেই থাকবে নিয়ন্ত্রণ কেন্দ্র, বিকিরণের প্রভাবমুক্ত জায়গা ও জরুরি অবতরণ যান। দুই দিন অবস্থান, যাওয়া-আসা চার দিন, মোট ছয় দিনের ট্যুরে পর্যটকরা চাঁদে ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। তিনটি বগির সঙ্গে যুক্ত হবে মালপত্র পরিবহনের জন্য ১০০ ফুট দীর্ঘ কার্গো। পৃথিবী ত্যাগকালে সাইক্লার ঘণ্টায় ৪০ হাজার কিলোমিটার গতিতে ছুটবে। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর এর গতি ঘণ্টায় ৮ হাজার কিলোমিটার কমে যাবে। এক প্রান্তে থাকা প্রধান রকেট এর গতি নিয়ন্ত্রণ করবে। দিকনির্দেশনায় থাকবে পৃথক একটি ছোট রকেট। গবেষকরা আশাবাদী, ১০ বছরের মধ্যে এটি চালু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে চাঁদে যেতে জনপ্রতি খরচ হবে প্রায় ৭৮ কোটি টাকা (১০ মিলিয়ন মার্কিন ডলার)।
↧