প্রজন্ম ফোরাম নতুন সার্ভারে স্থানান্তর করা হয়েছে। আশা করছি আগের চেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যাবে (ডেডিকেটেড রিসোর্স এর কারনে) ।
প্রজন্মের জন্য নতুর সার্ভারটি ফোরামের সালেহ ভাই অনুদান হিসেবে দিচ্ছেন। সুতরাং তাঁকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
একই সাথে সার্ভার ডাউন থাকলেও ও ওনাকে ঝাড়ি দিতে ভুলবেন না ।
ভালো থাকবেন।