Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

চলেন টাইম স্পেস এর বারোটা বাজাই

$
0
0

কলেজে ফিজিক্সের "থিওরি অফ রিলেটিভিটি" অধ্যায় যেদিন শুরু হল সেদিন রাতে আমার গায়ে হুহু করে ১০৪ ডিগ্রী জ্বর আসে। নাপা খেয়ে কাজ হলো না। পরে মনে মনে মানত করলাম, যতদিন বেঁচে থাকবো রিলেটিভিটির ধারে কাছেও যাবো না। আশ্চর্য্যের ব্যাপার এতে কাজ হয়েছিল। জ্বর গায়েব, আমিও খুশি। সেই হতে রিলেটিভিটির জায়গায় তৈরি হলো আমার রিলেটিভীতি dontsee। তবে পেশায় নাপিত হলে বিজ্ঞান নিয়ে কথা বলা যাবেনা এমনটাতো নয় big_smile । তাই ঠিক করেছি সেই না জানা, না বুঝা বিষয়গুলো এখন আরেকবার চেষ্টা করে দেখি জানা-বুঝা যায় কি না। বিজ্ঞান বিষয়ে আমার জ্ঞান প্রায় -১ এর কাছাকাছি। টিভিতে , ইউটিউবে এইসব নিয়া অনেক প্যাঁচাল দেখেছি, শুনেছি notlistening কিন্তু কিছুই বুঝতে পারি নাই। দেখেছি, কারণ এইগুলা দেখতে ভাল লাগে , নিজেরে জ্ঞানী জ্ঞানী মনে হয়  isee । যাইহোক, আমি দেখতে চাই আমার মত বিজ্ঞানী এই ফোরামে আর কয়টা আছে । এই টপিকটি সেকারণেই  টানছি । সো বিজ্ঞানী ভাই-ব্রাদারস আমরা একত্রিত হই, তারপর নিম্নলিখিত ব্যাপারগুলো নিয়ে একটু পান্ডিত্য জাহির করি, অশেষ ফায়দা হবে ইনশাল্লাহ ।

আমি যা বুঝিনা ,
১/ রিলেটিভিটি কি জিনিষ (প্রথমেই) ?
২/ কোয়ান্টাম মেকানিক্স কি জিনিষ ?
৩/ আলোর চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব না কেন ?


Einstein


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>