মার্কিন যুক্তরাষ্ট্র TPP চুক্তি ত্যাগ করায় চীন শীগ্রই অন্যদের সাথে ব্যাবসায়িক আলোচনায় বসবে!
এই সপ্তাহে চিলিতে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ TPP এর অন্য জাতিগুলোকে সঙ্গে নিয়ে চীনও দক্ষিণ কোরিয়া ব্যাবসায়িক আলাপ আলোচনায় অংশ নিবে। আরও খারাপ ব্যাপার হল যে আমেরিকার অনুপস্থিতি কাজে লাগিয়ে বেইজিং হয়তো লাভ করার প্রচেষ্টা করছে।
দুই দেশের এখন-দ্রুত ছুটিয়া যাত্তয়া বাণিজ্য চুক্তির অংশ নয়। যাইহোক, তারা দুই দিনের এই সমাবেশে গুরত্বপূর্ণ এশিয়া-প্যাসিফিক জোটের এই বাণিজ্য আলোচনায় সময় মনঃসংযোগ নিবিষ্ট করেছে, যা আজ মঙ্গলবার থেকেই শুরু হবে ।
কারেন্সিগুলোতে এর প্রভাব ও বিস্তারিত দেখুনঃ https://goo.gl/ZCAAtm