যাহা কিছু চাই
তাহা নাহি পাই
তুমি যে আমার
তাও যে হারাই ।
মনে রেখো তুমি
বিধি লিপি আছে লেখা,
পৃথিবীটা গোল
একদিন ঠিক
দুজনেতে হবে দেখা ।
↧
অপেক্ষা
↧
যাহা কিছু চাই
তাহা নাহি পাই
তুমি যে আমার
তাও যে হারাই ।
মনে রেখো তুমি
বিধি লিপি আছে লেখা,
পৃথিবীটা গোল
একদিন ঠিক
দুজনেতে হবে দেখা ।