Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভ্রমণপিয়াসীদের আকর্ষনীয় স্থান ‘মিনি কক্সবাজার’

$
0
0

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের মতোই মৈনট ঘাটের **ু-মাটির বিশাল পাড় প্রথম দেখায় যে কারও মনে হতে পারে বুঝি কক্সবাজারের বিশাল সৈকতের একটি অংশ। ঢাকার নবাবগঞ্জের অদূরেই দোহারের পদ্মা তীরবর্তী মৈনট ঘাট। রাজধানীর কাছাকাছি নতুন এ পর্যটন স্থানটি এরই মধ্যে ভ্রমণপিয়াসীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভ্রমণপিয়াসীদের কাছে এটি এখন ‘মিনি কক্সবাজার’ নামে বেশি পরিচিত। দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বলে পরিবার, বন্ধু-বান্ধব ও শিক্ষার্থী নিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই এখানে পিকনিক করতে আসছে। পদ্মার বিশাল ঢেউয়ে মৈনট ঘাটের পাড় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে। আর সাগরপাড়ের ঢেউয়ে পা ডুবিয়ে একজন পর্যটক যে আনন্দানুভূতি পান মৈনট ঘাটে আগত দর্শনার্থীরাও একই অনুভূতি পেতে পদ্মার ঢেউয়ে পা ডুবিয়ে রাখছেন। শেষ বিকালে সূর্য যখন পশ্চিমাকাশে হেলে পড়ে মৈনট ঘাটের তীরে সে সময় অসাধারণ দৃশ্যপট দেখা যায়। আর এ সময়টিতে এ ঘাটে সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়। আগতরা সেলফি বা ক্যামেরায় ছবি তুলে সেই সুন্দর সময়টি বন্দী করে রাখেন। মৈনট ঘাটে যাত্রী পারাপার ও পর্যটকের জন্য নৌকা ছাড়াও অনেক স্পিডবোট আছে। দর্শনার্থী চাইলে ঘণ্টা হিসেবে বা দলবেঁধে স্পিডবোটে পদ্মায় ঘুরতে পারেন। আধা ঘণ্টার জন্য রিজার্ভ স্পিডবোটের ভাড়া ২ হাজার আর দলবেঁধে ১০-১২ জন মিলে গেলে জনপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা গুনতে হয়। অনেকেই মৈনট ঘাট থেকে স্বল্পসময়ে স্পিডবোট করে ফরিদপুর, মাওয়া ও আশপাশের এলাকায় যান। এ ছাড়া স্থানীয় জেলেরা ঘাটের এক পাশে পদ্মার তাজা ইলিশ, বাঘাইড়, চিতল ইত্যাদি মাছ বিক্রি করেন।ঢাকার গুলিস্তান থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশে বেশ কয়েকটি বাস ছেড়ে যায়। এ ছাড়া প্রাইভেট কারে গাবতলী-সদরঘাট হয়েও ঘাটে আসা যায়। মোট কথা ভ্রমনপিয়াসীদের জন্য উক্ত স্থানটি সত্যই একটি উচ্ছ্বাস প্রকাশ করার মত স্থান।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>