আবে, মার্কেল অবাধ মুক্ত বাণিজ্য বৃদ্ধি করবে, ইউরোপীয় ইউনিয়নকে ইংক চুক্তির আহ্বান জানানো হয়েছে!
শিনজো অ্যাবে ও অ্যাঞ্জেলা মার্কেলের অবাধ মুক্ত বাণিজ্য তৈরী করতে চাচ্ছে, জাপানের সঙ্গে একটি অবাধ মুক্ত বাণিজ্যের সন্মতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে প্রায় চার বছর ধরে আলাপ আলোচনায় এই চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ দেওয়ার হয়েছে।
উভয় দেশের নেতা গত রোববার এই অবাধ মুক্ত বাণিজ্যে সুবিধার কথা তুলে ধরেন। জাপানি প্রথম সারির মধ্যস্থতাকারীরা এই চুক্তি বিপক্ষে খুব শীঘ্রই ধর্মঘট করার চাপ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জাপান ও ইউরোপের এই অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি বন্ধ করতে হবে।
কারেন্সিগুলোতে এর প্রভাব ও বিস্তারিত দেখুনঃ https://goo.gl/y90j15
↧
আবে, মার্কেল অবাধ মুক্ত বাণিজ্য বৃদ্ধি করবে, ইংক চুক্তির আহ্বান !
↧