Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বাউলি বনঃ সূর্যোদয়, সূর্যাস্তের এক সরল সমীকরণ

$
0
0

বাংলা মায়ের রূপের মহিমা দেখতে ও জানতে হলে ঘর হতে দুই পা ফেলে সামনের দিকে অগ্রসর হতে হবে। দেশে এমন এমন দর্শনীয় স্থান আছে যা বিদেশের দর্শনীয় স্থানকে হার মানায়। তেমনি ভ্রমণ পিপাসুদের অবকাশ যাপনের জন্য অনন্য পর্যটন কেন্দ্রের নাম কুয়াকাটা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেষপ্রান্তে সাগর পাড়ের জনপদ কুয়াকাটা। আর এ কুয়াকাটার মধ্যে আরেকটি অপরূপ  সৌন্দর্যপূর্ণ স্থানের নাম হলো বাউলি বন। বাউলি বনের নৈসর্গিক রূপ কুয়াকাটার  সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কুয়াকাটার বেলাভূমের একই স্পটে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয়-সূর্যাস্তের বিরল মনোরম সৌন্দর্য। একদিকে বিশাল সাগর, নয়নাভিরাম ঝাউবন, সেইসঙ্গে হাজার হাজার লাল কাঁকড়ার প্রাকৃতিক লুকোচুরি খেলার মনোরম দৃশ্যে আকৃষ্ট হচ্ছে হাজার হাজার পর্যটক-দর্শনার্থী। শুধু দেখতে নয় হাজার হাজার পর্যটক বাউলি বনে ছুটে আসছে  লাল কাঁকড়ার সাথে খেলা করতেও। ১৫৪ হেক্টর জমির উপর বিশাল এ উপকূলীয় ঝাউবন দেখলে যেকোন পর্যটকের মনে আসবে আনন্দের নতুন  মাত্রা। বাউলি বনের নৈসর্গিক রূপ যেকোন বয়স/শ্রেনীর পর্যটকের মন জয় করতে সক্ষম। তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক-দর্শনার্থীর পদচারণায় মুখর থাকছে বাউলি বন।  পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাউলি বনের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে আপনিও আমন্ত্রিত। আসুন উপভোগ করুণ এবং সুন্দর স্মৃতি নিয়ে ঘরে ফিরুন।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>