ফোরামের সন্মানিত সদস্যগণ, অফিসের কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা জরুরী হয়ে পরেছে। ডাইনামিক টাইপের ওয়েবসাইট করতে চাইছি। ডোমেইন & হোস্টিং এর ব্যাপারে সালেহ ভাইয়ের সাথে কথা হয়েছে। তবে সমস্যা হল আমার বিশদ কোন জ্ঞান নেই ওয়েবসাইট তৈরির ব্যাপারে। তাই আপনাদের শরণাপন্ন হয়েছি।
ওয়েবসাইট টি সর্ম্পূণ আমার অফিসিয়াল তথ্যাদি থাকবে। কোন মেইল সার্ভিস যুক্ত হবে না। আমাদের নিজেদের অফিসিয়াল মেইল আইডি গুলো দিবো।
ওয়েবসাইট তৈরি করতে বেসিক কি কি লাগবে আপনারা জানালে উপকৃত হতাম।
অফটপিকঃ
এই ওয়েবসাইট টি সালেহ ভাইয়ের So Cheap Host এর? এখানে গিয়ে রেজিষ্ট্রেশন করা লাগবে?