বর্ষ শুভ হতেও পারে,
শুভেচ্ছাটা পাক্কা,
ভিআইপিরা রাস্তাঘাটে,
গিট্টু মোদের চাক্কা।
তেঁতুলগুলো হাইকোর্টেতে,
হুলুস্থুল এক কাণ্ড!
হাততালি দেই, আমরা খুশি,
উল্টে রসের ভান্ড।
তিস্তা ভরে আসবে পানি,
স্বপ্ন দেখি ভাত-ঘুমে,
নতুন বছর পালন করি,
উল্লাসে তাই ধুমধামে।
===
(রচনাকাল: ১৪-এপ্রিল-২০১৭, ১লা বৈশাখ ১৪২৪)