Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বৈশাখ এলো বাংলায়

$
0
0
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRIemEy4GwgbrP1ythAoLPADLUMtyquRnMR6tZPERLRlq_wr0i1

বৈশাখ এলো বাংলায়
সাইয়িদ রফিকুল হক

বৈশাখ এলো ভরদুপুরে
ইয়াদ আলীর মাঠে,
জমছে আড়ং বাংলা-গাঁয়ে
নদীর ঘাটে-ঘাটে।
আড়ং হবে আড়ং হবে
ছুটছে কিশোরদল,
তোরাই হবি দেশের মাথা
জাতির বুকের বল।

আজকে হলো বৈশাখ-মাসের
পয়লা-শুভদিন,
হালখাতাটা খুলে ফেলো
রাখবো নাকো ঋণ।
আজকে সবাই বাইরে এসো
রঙ-বেরঙের পোশাক পরে,
ফতোয়াবাজ-শকুনগুলো
থাক না বসে ঘরে।
তুমি আমি বাঙালি যে
বৈশাখ আমার কৃষ্টি,
বীর-বাঙালির মিলনমেলায়
হবে দেশপ্রেমেরই সৃষ্টি।

নতুন-সাজে নতুন-রূপে
এলো নতুন-দিন,
হালখাতাটা খুলেছি ভাই
শোধ করে যাও ঋণ।
ফতোয়াবাজ জাহান্নামে
আমরা আছি সুখে,
দেখ না চেয়ে এমন দিনে
হাসি সবার মুখে।
বাংলা-মায়ের শান্তকোলে
এলো সুখের ভোর,
দেখবো এবার সবাই মিলে
কেমন হাসি তোর।
বৈশাখ এলো নতুন-ভোরে
সুখের জামা পরে,
রঙের মেলা জমছে এবার
বাংলাদেশের ঘরে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৪/২০১৭


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>