আমি মুনতাসির রহমান!
পড়াশোনা করছি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই নিয়ে!
কম্পিউটার নামক বস্তুখানা আর তার সাথে অন্ধকার জগতের সাথে হালকা পাতলা পরিচয় হওয়ায় এটাই এখন মূল ধ্যান ধারণায় চলে এসেছে।
এই ব্লগে এসেছি মূলতে সেসব ধ্যান ধারণার অংশীদারত্ব বাড়াতে মানে কিছুটা (যতটুকু পারা যায় আর কি ) জানাতে।
জানি এখানে সবাই আমার থেকে জ্ঞানী তবুও কিছুটা শিখতে পারাও তো কম কথা নয় তাই না ????
বাকিটুকু কথা না হয় নতুন পোস্টেই হবে