বুকের রক্তে লেখা,
অমর ২১শের স্মৃতি কথা।
করি সেই শহীদের স্মরণ,
যারা দিয়েছিল হেসে প্রাণ,
রাখিতে মাতৃভাষার সন্মান।
আজও রক্ত মাখানো দেখো,
আমতলার পাষানের গায়ে।
ধন্য তোমরা শফিক ভাইরা,
শহিদ হলে মাতৃভাষার তরে।
মনের কথা মায়ের ভাষায়,
এমন সুখ আর পাই কোথায়।
অমর হল আজ তাই ২১শে ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্মানে।
শুধু বাংলা নয় স্বীকৃতি পেল,
আর কত সংখ্যা লঘু ভাষা বিশ্ব দরবারে।
↧
অমর ২১শে
↧