এক দুপুরে,সোহরাদ্দীর শান্ত লেকের পাশে
বসে,তুমি বলেছিলে;
এখন তোমার ১৯,ইস্ আমার যদি হতো ৩৬,
তাহলে নচিবাবুর গান হতাম আমরা!
স্মৃতি গুলো বাঁচত গানের মত।
তুমি বলেছিলে-নচিকেতা হতে চাই আমি;
তাই ত ঈশ্বকে দিয়েছিলে জলান্জলি
যোগ দিয়েছিলে কমিউনিস্টে।
দূরে দূরে থেকে,চকলেট দিয়ে বলেছিলে;
"আসো,ব্রীজ বানাই দুজনে।"
কি অপূর্ব ব্রীজ ছিলো সেটা; জানো কি?
কারণ তোমার আঙ্গুল ছুয়েছিলাম আমি।
কি শিহরণ,তুমি কি বুঝেছিলে?
বোঝোনি,কারণ তখন ও তো তোমার ৩৬ হয়নি!
↧
কবিতা
↧