১.
ইট পাথর আর ব্যস্ততার ধূলি-ঘামে
ভেজা ঢাকার রাজপথ,
এখানে প্রতিটা মূহুর্তে আছড়ে পড়ছে
শত-সহস্র মানুষের ঢেউ!
গাড়ির ঢলে প্লাবিত রাস্তায়,
তেল চিটচিটে ঘামের তিক্ত অভিজ্ঞতা
আর সীমাহিন স্থবিরতা!
২.
ভোরের ঢাকা কে অবশ্য ভালবাসাই যায়।
জনশূন্য বিশাল রাস্তা আর ভোরের নির্মল বাতাস
ফ্লাইওভারের উপরে দাড়িয়ে দেখলাম,
আড়মোড়া ছেড়ে জেগে উঠছে ঘুমন্ত রাজধানী!
বিস্তীর্ন জনশূন্য রাজপথে খানিকটা বেড়িয়ে
যখন রুমে ফিরলুম,
রাস্তার দুপাশে দাড়ানো
দোকানপাট আর আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো
তখনও ঘুমিয়ে!
৩.
অতঃপর ফেরার সময় হলো!
সানগ্লাস,হেডফোন আর ব্যাগটা নিয়ে
বেরিয়ে পড়লুম গন্তব্যের উদ্দেশ্যে!
পেছনে পড়ে রইল,
রাস্তার যানজট,দুপাশের ফুটপথে হেঁটে চলা শত শত গারমেন্টস কর্মী আর
জনসমুদ্রে স্ফীত ব্যস্ততার পেট্রলে চলা রাজধানী ঢাকা!
পেছনে পড়ে রইল,
অল্পক্ষনের পরিচয়ে আপন হয়ে উঠা
কিছু অসম্ভব ভালো বন্ধু
আর তাদের সাথে কাটানো,
আমার জীবনের সুন্দর কিছু সময়!
আলগোছে মাড়িয়ে এলাম,
পাশের ব্যালকনিতে দাড়িয়ে থাকা
মেয়েটির দুষ্টমিভরা হাসি আর
হাজারো কথা ভরা চোখের কটাক্ষ দৃষ্টি!!!