Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মন খারাপের রাতে

$
0
0

আমার মন খারাপের রাতে-
তুমি এলে ধীরে।।
গভীর ভালোবেসে।
দগ্ধ হৃদয়ের কোমল পরশ হয়ে,
দূর করলে সব জ্বালা।
হায়! তোমার চোখের জল;
মানায়নি কভি,কখনই
হোক কারণে বা অকারণ।।
আমার মন খারাপের রাতে-
তুমি এলে ধীরে।।
মুগ্ধ নয়ন,চকিত করলো আমাকে
তোমার পরশ ভোলালো সব ব্যথা;
শান্ত এ মন বলল-
নইতো,আমি এখন আর এক।।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>