( ফোরামের একজন ভাইয়ুর উৎসাহে লিখছি।ধন্যবাদ ভাইয়ু,পাশে থাকার জন্য )
গল্পটা আমার।তাহলে অবশ্যই আমি,আমার পরিবার ও আমার আশপাশ এর বিষয় হবে।তাহলে নিজেকে দিয়েই শুরু করি।আমি কে তা তো সবাই জানেই।আমার অনেক নাম।আমার প্রিয়জনরা আমাকে তাদের মন মত নামে ডাকেন।আমি একজন হবু হবু তরুনী।কেউ একজন বলেছিলো-
" তুই কি হিমুর রূপা?"
অসম্ভব।আমি হিমুর রূপার মত রূপবতী না।আর রূপা পড়ত ঢাবিতে,আর আমি পড়ি ঢাবির আন্ডারে
আমার পছন্দ নীল রং।বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসি।আমার এক আংকেল থাকে পুরান ঢাকায়।মাঝে মাঝেই কল দেয়।যদি জানতে পারে আমি আজিমপুর এ আছি,বেটা তৎক্ষনাত হাজির হয় বিরিয়ানি নিয়ে কলেজ এর সামনে এত লজ্জার ব্যাপার হয়, বলার মত না।আমি ভুত বেশ ভয় পাই।কারণ,আমি দেখেছি।গল্পটা পরে বলি না হয়।
আমার পরিবারে আমরা ৩ বোন ও আমার বাবা মা।এক খালাত বোন সাথে থাকে।পৃথীবির সুন্দর চোখের কোন মেয়ে থাকলে সেটা সে।তার চোখ ঘুম ঘুম।এই চোখের জন্য সে বহু হেনাস্থা হয়েছে।আপু ভুতকে আমার চেয়েও বেশি ভয় পায়।সকাল সাতটায় যদি তার লম্বা লম্বা চুল ধরে টান দেওয়া হয়,সে ফিট খাবে।গ্রীষ্মকালের প্রচন্ড গরমে যখন মানুষ সেদ্ধ, তখন ও সে ভুতের ভয়ে কাথা গায়ে ঘুমায়।আপু লুকায় লুকায় প্রেম করে এক বুড়োর সাথে।বুড়োটা বেশ ভালোই।দেখা হলেই আইসক্রীম খাওয়ায়।
আমার নিজস্ব ২ বোন হলো টম এন্ড জেরী।আর কিছু বলতে হবে না নিশ্চই! আর হ্য,আমি খুব ভালে মেয়ে।শুধু একটু মিথ্যা বলি।মিথ্যা বলি বিপদে পড়লে,কাউকে সাহায্য করতে,একটু বেশি খেতে( ফুচকা খাবর সময় এটা করি)।তাছাড়া আমি ওকে!
আমার মা কে আমি জন্ম থেকেই অসুস্থ দেখছি।এটা আমার জন্য খুব দুঃখের।তবে আমার মা হলেন লেডি গোয়েন্দা।সে যা অনুমান করে তাই হয়।আমি আমার মার অনুমান ক্ষমতা দেখে বিষ্মিত
আমার মার আরো গুন আছে।রান্নার হাত অসম্ভব ভালো।এত ভালো হওয়া উচিত ছিলো না।আর আমার মা স্বপ্নে যা দেখে তাই হয়।এটা একটা ভয়াবহ গুন
আমার বাবা একজন জাত কবি,অভিনেতা।ছোটাকালে সে যাত্রাদলে কাজ করেছে।আমার বাবা মাশাআল্লাহ সেই সুন্দর।এখনও।দুধে আলতা তার গায়ের রং।কিন্তু আমরা ৩ বোন আমার বাবার ধারে কাছে কি ১০০ হাত দূরেও নাই।আমার মায়ের এক বিশাল দুঃখ যে,এত সুন্দর বর, আর তার এইসব মেয়ে আমার বাবা বেশ ভালো ছাত্র।0 থেকে হিরো হওয়া যা,তিনি তাই।টাকার অভাবে সে ডাক্তারি পড়তে পারেনি।তাই আমাকে পড়াতে চেয়েছিলো।আমি ভয়ে পড়িনি।এত পড়া কেউ পড়তে পারে?তবে পরের ২ জনকে পড়ানোর ট্রাই করছে।আমার বাবার একটা ডায়লগ আছে।" চুপ রাহে বেটি"। অতি বিরক্ত হলে সে এটা আমার,মা ও পিচ্***ের ওপর ঝাড়ে।
হি হি হি
চলবে,