চলো একদিন বৃস্টিতে ভিজি
একদম কাকভেজা হবো দুজনে
বৃস্টির জল তোমায় পেলে
হবে পরিপূর্ণ।
চলো ওই নোংরা বুড়িগঙ্গার পানিতে
পা ভেজাই দুজনে
নৌকার হালকা দুলুনি
তোমাকে আকড়ে ধরার বাহানা
হবে আমার,কিন্তু তুমি বুঝবে না
আইসক্রীম খেতে খেতে
তোমার আইসক্রীমে কামড় দিয়ে
তোমার ঠোটের সুধা নেবো
বুঝবে না তুমি
আমি মনে মনে হাসবো
তোমার মোটা কাচের পেছনের চোখ
হঠাৎ হঠাৎ দেখে
হারবে নিজেকে
তুমি বুঝে ওঠার আগেই
সামলাবো নিজেকে
আমার বাহানা গুলি
খুব সরল হবে
তবুও তুমি বুঝবেনা
গোপন প্রেম গোপনই থাকবে
তুমি কখনই জানবে না।
↧
লুকানো প্রেম
↧