-আচ্ছা,শোনো।
- হুম,বলে ফেলো।
- তুমি তোমার জন্মদিন এ শাড়ি পড়ে আসবা?
অপালা ভ্রু কুচকে আবদুল্লাহর দিকে তাকল।ওর চোখে কৌতুক।মজা করছে,বুঝতে পারলো অপালা।শিক্ষা দিতে হবে বেটা করে।
- আমার জন্মদিনে শাড়ি পড়ে আসবো?
- হ্যা,আসো না।
- আচ্ছা।আমার তো শাড়ি নেই।তুমি একটা কিনে দাও না।তোমার দেওয়া শাড়ি পড়ে আসবো না হয়।
- হে হে হে।আমি শাড়ি কিনে দিবো কি করে?আমি তো বাচ্চা মানুষ।টাকা কই পাবো?
- তাহলে আমাকে শাড়ি পড়তে বলো কেন ছেলে? পড়ো।পড়া বাদে খালি কথা আর কথা।
অপলা আব্দুল্লাহর টিচার।আবদুল্লাহ আর ওরা একই বাসায় থাকে।অপালারা দোতালায়,আর আবদুল্লাহরা পাঁচ তলায়।মাস তিনেক হলো পড়াচ্ছে ওকে অপালা।জ্বালিয়ে ওকে ভাজাভাজা করছে।এত কথা বলে না ছেলেটা।কিন্তু ভালোই লাগে।গোলুগালু পিচ্চি একটা।কিউট এর একটা বড়সড় ডিব্বা।
- জানেন,আবদুল্লাহ আজ আমাকে কি বলেছে?
- কি?
- বলেছে,শাড়ি পড়ে যেন ওকে পড়াতে যাই।
- বেটার খায়েশ জেগেছে,তোমকে শাড়ি পড়ে দেখার।
- হি হি হি।
- তুই তো বেটার মাথা চিবায় খাচ্ছিস।
- ছি! আপনি এ কথা বললেন?কস্ট পেলাম।
- হা হা হা।আবেগী কন্যা তুই।ইমোশনালের ডিব্বা একটা।অনেক রাত হইছে,যা ঘুমা।
- আচ্ছা।টেক কেয়ার
- হুম,টেক কেয়ার।বাই।
- মিস ইউ
- মিস ইউ অনেক
- বাই
- বাই
ফোন রেখে অপালা শুয়ে পড়লো।আচ্ছা,সত্যিই কি দিহান ওর কথা ভাবে? ওকে মিস করে? কি করে মিস করে? কখনই ত নিজে থেকে নক করে না।কখনই ফোনে কল বা মেসেজ দিয়ে জানতে চায় না কেমন আছে সে? কি করছে? সেই ত মেসেজ দিয়ে দিয়ে অস্থির করে ফেলে।একদিন চ্যাটিং এ দিহান বলছিলো-
- কি করিস?
- কিছু না।আপনি?
- বাবা ঘুমাইসে?
- হুম বলেন।
- মন বলতেসিলো তুমি আসাব।
- তাই না কি?
- হুম,মিস ইউ।
- মিস ইউ।
- ইনফিনিটি।
- ইনফিনিটি প্লাস।
- মিস ইউ ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি।
- কি বলবো আর?
- চেক মেট।তুই হেরে ভুত।
- ভালো।
- কচু ভালো।যা ঘুম দে।যা ভাগ
এসব কি মিথ্যা না সত্যি? একবার ত সে অনেক কথা বলেছিলো।অনেক
-কখনো তোমার কাছে কিছু জানতে চাই নাই।আজ একটা জিনিস জানতে চাই।বলবা?
- হ্যা।বলেন।
- সত্যি?
- সত্যিই বলবো।
- আমি যখন থাকবে না,আমাকে কখনোই কি তোমার মনে থাকবে? আজ থেকে ২০ বছর পর।হয়তো? ইয়েস ওর নো? আমাকে মাফ করে দিও।তোমার সাথে দেখা করা আমার মনে হয় উচিত হয় নাই।
- আল্লাহ।কি যে বলেন!
- বাট,প্রতিটা সেকেন্ড আমার জন্য খুব ভালে কেটেছে।থ্যাক্স বাবু।তুমি অনেক ভালো।
এই কি সেই লোক,এই কি সেই দিহান।যে এত সুন্দর কথা বলতো তার সাথে? আজ যে কিনা তাকে এড়িয়ে চলে।এসবের কথা বলতে দিহান বলে-
- কবে বলসিলাম এগুলা?
- ১ মাস আগে।
- এত বাজে বাজে ইমোশনাল কথা বার্তা
- জ্বি
- ছি ছি
কস্ট লেগেছিলো খুব অপালার । যতক্ষন ঘুমায়নি,ততক্ষণ কেদেছিলে।আসলে ভালেবাসা টা কেউ বোঝে না।কেউ না।দূরে দূরে দিহান থাকতে চায়।অপালা দিয়েছে।আর যোগাযোগ রাখেনি সে।কিন্তু মিস করে।হয়তো দিহানের মত মেকি ইনফিনিটি টু দি পাওয়ার মিস করে না।কিন্তু সত্যিকারের মিস সে করে।আর করবেও।কথা দিয়েছে যে সে।।