তুমি আমার বর্তমান ছিলে
অতীত হয়েছো ভুলে
আমি তো তোমাকে চেয়েছিলাম
আমার ভবিষ্যতে।
তুমি আমার স্বপ্নে ছিলে
ছিলে হৃদয় গভীরে
এই অনুভূতিগুলো কখনই
বুঝতে দেইনি তোমাকে
অগেচরে তোমাকে
ভালোবেসেছিলাম
তোমার ভালোবাসা পাওয়ার
আশায় আমি ছিলাম
আজ হয়েছে ফাঁকি
সব কিছু,যা যা ভেবেছি
আর আজ তাই আমি
একা হয়েছি।
↧
অতীত বর্তমান ও ভবিষ্যত
↧