তুমি আমার নাম দিয়েছিলে
" একেমসি"
যার অর্থ ছিলো-
আমি কার মনের মধ্যে ছিঁড়ি!
পাগলাটে এই নামের অর্থ যে
এত সুন্দর!
কে জানত?
আমি অবুঝ মেয়ে,বুঝিনি
হেলা করেছি তোমার এ নাম
যখন বুঝেছি তখন আর
সময় ছিলো না
নাম টা ফিরে পাবার।
আচ্ছা,আমি কি সত্যিই
তোমার মনের মধ্যে ছিঁড়ি?
জানি জবাব পাবো না
কখনই,কারণ তুমি নিরুত্তর আজ
বহুদূরে চলে গেছো
বলতে গেলে
আমার মনের মধ্যে
তুমি ছিঁড়ছো।
↧
আমি কার মনের মধ্যে ছিঁড়ি
↧