মেঘলা সারাক্ষণ!
সালাউদ্দিন ব্যাপারী
মেঘলা আকাশ, মেঘলা মন, মেঘলা সারাক্ষণ,
সুখের আশা করিনাতো এই জীবনে এখন।
স্বপ্ন ছিল, আশা ছিল, ছিল একটা ঘর,
কোনদিনও ভাবিনি সে ঘর হয়ে যাবে পর।
ভুল তো আমি একা নই সেও করেছে,
শাস্তি তার সবটুকু আমার ভাগে জুটেছে।
জানিনা কেন এমন হল, হল যে এমন,
মেঘলা আকাশ, মেঘলা মন, মেঘলা সারাক্ষণ!