আমি চেয়েছিলাম,
তোমায় ভালবাসতে।
ভালবেসেছিলাম, তুমিও তাই,
আমি ভেবেছিলাম।
হঠাৎ আলোর কণা পড়লো
এই ভালোবাসায়...
সেটা সত্যকে দিয়ে গেলো দেখিয়ে।
ভালোবাসায়, নিজের স্বার্থ বলতে কিছু নেই।
ভালোবাসায়, ভালোবাসার মানুষটিকে সব দিয়ে দেই।
এইতো ভালোবাসা, উজার করে দেওয়া...
আর উজার করা সুখ নেওয়া...
তুমি বুজলে না,
তুমি জানলে না,
অবশেষে বুঝলাম,
তুমি তো জানো না
ভালোবাসা কি!!!
আমি ভুল করেছি,
আজ আমি আর ভালোবাসা খুজিনা।
সুখ দুঃখ আর আমি বুজিনা।।
ভুলের মাসুল দিতে দিতে
আজ আমি একা পথ হাটি।