Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মৃত্যু

$
0
0

চিন্তা করতে কারোই না ভাল লাগে।তবে মৃত্যু নিয়ে চিন্তা করাটা কেমন জানি বেখেয়ালি।মানুষ হিসেবে আমাদের মাথায় নানান চিন্তাই আসে।আমার মাথাতেও এলো।এখন যা লিখব,তা কেবলি আমার কল্পনা। তবে এইখানে একটা কথা বলে রাখা ভালো,আমি ধর্মে বিশ্বাসী লোক,ধর্মের সাথে আমার কথা কেউ না মেলালেই খুশি হব,তবে কেউ যদি একান্তই মেলাতে চান নিজ দায়িত্তে মেলাবেন। যাই হোক এসব অযথা কথা বাদ দিয়ে মূল কথাতেই যাই।

আমরা সবাই মানুস,সেদিক থেকে সকলকেই মরতে হবে,কিন্তু এরপর কি(আগেই বলেছি,ধর্ম জড়াবেন না)?এবার আমার ভাবনায় আসুন।ধরুন আপনি এখন কোনভাবে জীবন সীমা পার হবেন।আপনি এখন সেই লোক যিনি জানতে চলেছেন ওপারে কি আছে।আর এবার আপনার মৃত্যু হলো।আপনি এবার আবিষ্কার করলেন মাত্র সকাল হলো।ঘুম ভেংগেছে।এতক্ষন একটি বহুমুখী সপ্নে আপনি ছিলেন।হুম,তাই।আমি বলতে চাচ্ছি কেমন হয় ভাবুন যদি আমাদের পুরো জীবন খানাই কেবল একটি সপ্ন হয়।ভাবছেন এর পরের জীবনেও তোহ আবার মৃত্যু আসবে।তাতো আসবেই।তাহলে এরপর কি হবে।তাহলে কি আমরা একটি লুপের(এর চেয়ে ভালো কোনো শব্দ আমার মাথায় আসছে না) ভেতর আটকে গেছি???এই ঘুম আর এই সপ্ন কি সারাজিবনই চলতেই থাকবে??


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>