মেঘ জমে আছে অদূরে,
হাসছে।
কোন অদ্ভুত এক ছায়া দিয়ে ঢাকা এক চিলতে হাসি,
সে যেন খুব চেনা এক হাসি।
কতবার বূঝতে বূঝতে হারিয়ে গিয়েছি ছায়ার মাজেই,
সে ছায়ার রঙ ঝাপ্সা লাল।
↧
অ্চেনা হাসি।
↧
মেঘ জমে আছে অদূরে,
হাসছে।
কোন অদ্ভুত এক ছায়া দিয়ে ঢাকা এক চিলতে হাসি,
সে যেন খুব চেনা এক হাসি।
কতবার বূঝতে বূঝতে হারিয়ে গিয়েছি ছায়ার মাজেই,
সে ছায়ার রঙ ঝাপ্সা লাল।