" তোর জন্য ভেবে ভেবে,
তিনটা সিগারেট শেষ করলাম।
এই তিন সিগারেট এর
দায় ভার তোর।
শুধুই তোর।"
কথাগুলো বলে তুমি
একচোট হেসে নিলে
বুঝলে না আমার মনের
হাল টা তখন কেমন ছিলো?
তোমার জন্য তিনটে কেন?
শুরু থেকে শেষ
সব ধোয়ার,দায় আমি নেবো
শুধু একটু ভালোবেসো।
আমায় তোমার সংগে রেখো।
দূর বহুদূর।যেখানেই যাও
আমায় তোমার কাছে রেখো
তোমার দেওয়া দায় টা আমি
যত্ন করে রাখবো মনে
শেষবেলাতেও দায়টা যেন
সংগে আমার,সংগেই থাকে।।
↧
তিন সিগারেট এর দায়ভার
↧