Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভবিষ্যতে মহান নেতার তালিকায় শেখ হাসিনা

$
0
0

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফরচুনে মহান নেতার তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ফরচুনের করা বিশ্বের ৫০ মহান নেতার তালিকায় ২৩ জনই নারী। তালিকায় শেখ হাসিনা রয়েছেন ১০ নম্বরে। ফরচুন সাময়িকীর নিজস্ব ওয়েবসাইটে বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবহিতৈষী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা বিশ্বকে বদলে দিতে নিজেরা ভূমিকা রেখে চলেছেন; একই কাজে অন্যদের অনুপ্রাণিত করছেন। তালিকায় ১ নম্বরে রয়েছেন অনলাইনে কেনাকাটার জনপ্রিয় মার্কিন ওয়েবসাইট আমাজন ডটকমের প্রধান নির্বাহী (সিইও) জিফ্রে প্রিস্টন বেজস। তারপরের দুজনই নারী। দুই নম্বরে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, তিন নম্বরে মিয়ানমারে শিগগিরই সরকার গঠন করতে যাওয়া দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চি। তালিকার প্রথম ১০ জনের মধ্যে পাঁচজনই নারী। ম্যার্কেল ও সু চি ছাড়া অন্য তিনজন হলেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগুয়েরেস (৭ নম্বর), মার্কিন সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক রুথ ব্যাডার গিনসবার্গ (৯ নম্বর) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাময়িকীতে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, ইসলামী সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর মধ্যে শেখ হাসিনাই একমাত্র নেতা, যিনি অত্যন্ত কুশলতার সঙ্গে ইসলামী ঐতিহ্য ও নারী অধিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক দুটি দাবি পূরণ করে চলেছেন। চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি তিনি খুবই প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে নারীদের আইনি অধিকার ও শিক্ষা লাভের সুযোগ এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ নারী অন্তত মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে, যা জাতিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নারী-পুরুষ সমতা সূচকে ওপরের দিকে তুলে এনেছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। তিনি নিজ দেশে নারীদের জন্য আইনগত সুরক্ষা নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি নারীদের অধিকতর শিক্ষা, আর্থিক স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতা দিতে কাজ করছেন।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>