Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রমজানুল মোবারক.... (প্রার্থনা)

$
0
0

http://i.imgur.com/uWDEO2R.jpg
নীল আকাশে উঠল ভেসে বাঁকা চাঁদের মিষ্টি হাসি
মাহে রমজানের এ মাসটি আমরা বড্ড ভালবাসি।
বছর ঘুরেই এলো রহমতের বার্তা মোদের তরে
সেহরি খেয়ে তৃপ্তি নিয়ে রোজার নিয়ত ঘরে ঘরে।

রহমত নাজাতের মাস আল্লাহ তা'লার সেরা দান
মাগফেরাতের বার্তা নিয়ে আসে এই মাহে রমজান
সরল মনে করব মোরা মহান আল্লা'র ইবাদাত
বর্জন করব মনে জমা যত পাপ আর বিদ'আত।

চোখের পানি ফেলব মোরা পাপের খাতা করতে শূন্য
প্রার্থনায় হব রত প্রভু সবার হেদায়াতের জন্য
এই মাসেই নাজিল হলো জীবনের দিশা কোর'আন
ক্ষমা চাই প্রাণ ভরে, মাফ কর আল্লাহ পাপ যত পুরান।

দশদিন রহমত দশ মাগফেরাত নাজাত দশদিন
পুরো ত্রিশেই সংযমী মনে বাজে সুখ আনন্দের বীণ।
শবে ক্কদর রাত্রি সে সব রাতের চেয়ে উত্তম রাত হয়
চাইলে ক্ষমা আল্লা'র কাছে হয় পুরান পাপের ক্ষয়।

বর্জন করি অশুদ্ধ পথ চলি চলো সহজের পথে
শক্ত করে ধরি হাল মনের, সে যেনো না যায় বিপথে
ত্রিশ দিনে রহমত মাগফেরাত আর হলো নাজাত
মাফ করো পাপ প্রভু তোমার তরে আমার মোনাজাত।
৬ জুন, ২০১৬

http://i.imgur.com/AlfoFh8.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles